ট্রাফিক সপ্তাহ -২০১৮

ট্রাফিক সপ্তাহ -২০১৮

ট্রাফিক সপ্তাহে সকলকে স্বাগত জানিয়ে কমিশনার বলেন, বাংলাদেশ রোভার স্কাউট ও গার্লস গাইড ট্রাফিক পুলিশের সাথে ট্রাফিক সপ্তাহে কাজ করবে। সরকারের নির্দেশে আজ থেকে সারাদেশে ৭ দিন ব্যাপী (৫ আগস্ট থেকে ১১ আগস্ট) ট্রাফিক সপ্তাহ চলবে। দেশের প্রতিটি শহরে যানজট বড় সমস্যা। আমাদের অনেক সমস্যা, সীমাবদ্ধতা ও চ্যালেঞ্জ রয়েছে। আইন না মানার মানুষিকতা আমাদের প্রধান সমস্যা। এই সমস্যা সমাধানে আসুন আমরা সবাই ট্রাফিক আইন মেনে চলি এবং অন্যকে ট্রাফিক আইন মানতে উদ্বুদ্ধ করি। সেখানে আমরা কুষ্টিয়া জেলা রোভার অংশগ্রহণ করি।
Started Ended
Number of participants
30
Service hours
1260
Topics
Personal safety
Legacy BWF

Share via

Share