ট্রাফিক সপ্তাহ
সারাদেশে রোড এক্সিডেন্ট কে প্রতিরোধ করতে বাংলাদেশ স্কাউটস রোভার কে নিয়ে সারাদেশে প্রশাসন কাজ করে যাচ্ছে। তারি পরিপ্রেক্ষিতে বাংলাদেশ স্কাউটস ভোলা জেলা রোভার ও পুলিশ বাহিনী একসাথে জেলার বিভিন্ন জায়গায় সভা, রেলি করে। পুলিশ বাহিনী রোভার দের নিয়ে জনসাধারণ ও বাস মালিক সমিতিকে সচেতনতা মূলক গনসংযোগ চালায়। ৭ দিন ধরে জেলার রোভার রা বাংলাদেশ পুলিশ বাহিনী কে সাহায্য করে।