ত্রাণ বিতরণ কার্যক্রম
Bangladesh

ত্রাণ বিতরণ কার্যক্রম

গত ১৬ আগস্ট,২০২০ তারিখ ''সেবার লক্ষ্যে এগিয়ে যাই, বন্যার্তদের পাশে দাঁড়াই '' এই শ্লোগান নিয়ে আমরা স্কাউট গ্রুপ, ঢাকার পক্ষ থেকে ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়। ত্রাণ বিতরণ কার্যক্রমে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলার সম্মানিত জেলা প্রশাসক ও আমরা স্কাউট গ্রুপের সম্পাদক জনাব এস এম ফেরদৌস মহোদয়। উক্ত কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন জনাব মোঃ ইকবাল হোসেন , উপজেলা নির্বাহী অফিসার, সদর, মানিকগঞ্জ এবং জনাব আলী রাজিব মাহমুদ মিঠুন, সহকারী কমিশনার (ভূমি), সদর, মানিকগঞ্জ, এন ডি সি জনাব মোঃ ইব্রাহীম সহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এবং আমরা স্কাউট গ্রুপের লিডার ও রোভার স্কাউটস। এদিন মানিকগঞ্জ জেলার তিন টি গ্রাম (বেংরই, ছোট বারইল, পাচ বারইল) এর ১২১ টি পরিবারের মধ্যে ত্রান বিতরণ করা হয়। যার মধ্যে ছিল ১/ চাল ২/ ডাল ৩/ আলু ৪/ স্যালাইন ৫/ পানি বিশুদ্ধ করন বড়ি ৬/ কৃমি নাশক ট্যাবলেট ৭/ নাপা রেগুলার ৮/ পটাসিয়াম ট্যাবলেট ৯/ ফেস মাস্ক ১০/ স্যানিটাইজার ১১/ চিঁড়া ১২/ সবান ১৩/ টোস্ট বিস্কুট ১৪/ স্যানিটারি ন্যাপকিন (প্রযোজ্য ক্ষেত্রে) ১৫/ ছোট বাচ্চাদের জন্য চিপস, চকলেট, ওয়েফার আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করেছি মানুষের পাশে দাড়ানোর, তাদের মুখের হাসি ফোটানোর। আপনাদের কেও অনুরোধ জানাও যার যার জায়গা থেকে অসহায় মানুষের পাশে দাড়ানোর। ত্রান নিয়ে ফিরে যাওয়ার সময়ের তাদের মুখের হাসি যে প্রশান্তি আপনাদের দিবে তা লাখ টাকা দিয়েও আনতে পারবেন না। সর্বোপরি অশেষ ধন্যবাদ মানিকগঞ্জ জেলা প্রশাসন কে, আমাদের এত সুন্দর আপ্যায়ন ও সার্বিক সহযোগিতার জন্য।বরাবর ই আপনাদের থেকে যে ভালোবাসা আমরা পাই ভাষায় অববর্ণণীয়। ইন-শা-আল্লাহ আবার কোন কাজে আপনাদের সাথে কিছু সুন্দর ও স্মরণীয় সময় অতিবাহিত করবো। মানবতার জয় হোক #asg
Number of participants
30
Service hours
240
Location
Bangladesh
Topics
Youth Programme
Youth Engagement
Good Governance
Global Support Assessment Tool
Partnerships
Growth
Legacy BWF

Share via

Share