তাবুবাস ও দীক্ষা অনুষ্ঠান
বগুড়া পলিটেকনিক ইন্সটিটিউট এর বার্ষিক তাবুবাস ও দীক্ষা অনুষ্ঠানে ৫০ জন সহচর পর্যায় এর সিলেবাস সম্পূর্ণ করে এবং ভিজিল করে স্কাউট জিবন শুরু করে এবং তারা বিশ্ব স্কাউট সংস্থায় নাম লিখান। প্রধান অতিথি ছিলেন সাবেক অধ্যক্ষ শাহাদাৎ হোসেন আরএসএল সভাপতি ছিলো জয়নাল আবেদিন ভাইস পিন্সিপাল ও জেলা কমিশনার সম্পাদক সহ ইউনিট এর এসআরএম ও রোভারমেট।