Spread awareness among mass people
জনসাধারণ এর মধ্যে সচেতনতা তৈরির লক্ষ্যে, লাল সবুজ সোসাইটি, নারায়ণগঞ্জ টিম কর্তৃক Spread awareness among mass people এই ইভেন্ট পরিচালিত হয়। এখানে করোনা ভাইরাস সংক্রমণ থেকে বাঁচার জন্য হাত পরিষ্কার এবং মাস্ক পরার গুরুত্ব সম্পর্কে জনগনকে অবহিত করা হয়। এবং কিভাবে মাস্ক পরবে এবং হাত পরিষ্কার করতে হবে( Hand Sanitizers এর ব্যাবহার) সম্পর্কে জনগনকে শেখানো হয়। এছাড়াও বাসের মধ্যে যাত্রী হয়রানি, যৌন হয়রানি, পরিবেশ বাচাতে গাছ লাগানোর গুরুত্ব, বই পরার গুরুত্ব,শারীরিক ও মানসিক স্বাস্থ্য ঠিক রাখতে ব্যায়াম এর গুরুত্ব সম্পর্কে জনগনকে জানাতে বাসের মধ্যে লিফলেট লাগানো হয় এবং জনসাধারণের কাছে বিতরণ করা হয়।