Scouter Ashraf Ali 16th District Scout Rally-2016
কুষ্টিয়া জেলায় কুষ্টিয়া জিলা স্কুলের মাঠে স্কাউটার আশরাফ আলী 16 তম জেলা স্কাউট সমাবেশ অনুষ্ঠিত হয়। এই সমাবেশে কুষ্টিয়া সদর উপজেলা সহ আরো পাঁচটি উপজেলার স্কাউটরা অংশগ্রহণ করে। উপজেলা গুলোর নাম হলো কুষ্টিয়া সদর উপজেলা, খোকসা উপজেলা, দৌলতপুর উপজেলা, ভেড়ামারা উপজেলা, মিরপুর উপজেলা, কুমারখালী উপজেলা।