SCOUT WORLD AWARD WORKSHOP

SCOUT WORLD AWARD WORKSHOP

বাংলাদেশ স্কাউটস্ কুষ্টিয়া জেলা রোভার কর্তৃক SWA ওয়ার্কশপ এর আয়োজন করা হয় । উক্ত ওয়ার্কশপ এ যুক্ত ছিলেন প্রফেসর তৌফিক আহম্মদ, সিএএলটি,বাংলাদেশ স্কাউটস, রোভার অঞ্চল), প্রফেসর মীর মোসারফ হোসেন (কমিশনার, বাংলাদেশ স্কাউটস, কুষ্টিয়া জেলা রোভার) ,এ.কে.এম শামসুল হক ( সম্পাদক বাংলাদেশ স্কাউটস, কুষ্টিয়া জেলা রোভার) মোঃসোহরব হোসেন ( জেলা রোভার স্কাউট লিডার ,বাংলাদেশ স্কাউটস, কুষ্টিয়া জেলা রোভার) এছাড়াও কুষ্টিয়া জেলা রোভারের বিভিন্ন স্তরের রোভার ও গার্ল ইন রোভার সদস্যবৃন্দ SWA ওয়ার্কশপে অংশগ্রহণ করেন। উক্ত SWA ওয়ার্কশপ এর সমস্ত কার্যক্রম জুম এ্যাপস এর মাধ্যমে সংগঠিত হয়।
Number of participants
26
Service hours
26
Topics
Legacy BWF
Partnerships
Communications and Scouting Profile

Share via

Share