Scout Database course
রবিবার ২৫/১০/২০২০ তারিখ রাত ৮.০০ টায় স্কাউট ডাটাবেজের উপর অনলাইন সেশন আয়োজন করে 'বাংলাদেশ স্কাউটস' উক্ত সেশনে ৯৪জন প্রশিক্ষণার্থী ও ৪ জন অভিজ্ঞ প্রশিক্ষক দ্বারা কোর্স টি সফল হয়। কোর্সটি করে বাংলাদেশে স্কাউট এর বি এস আইডি কার্ড, org id তৈরি করা, গ্রুপ এডমিন, ইউনিট এডমিন এর কাজ সম্পর্কে ধারণা পাই। আইডি কার্ড রেজিস্ট্রেশন এর সকল বিষয় শিক্ষতে পেরেছি।