শতবর্ষ রোভার মুট ( উদ্বোধনী পর্ব )
০৩-০৮ ডিসেম্বর, ২০১৮ বাংলাদেশ স্কাউটস, রোভার অঞ্চলের আয়োজনে রোভার স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র, বাহাদুরপুর, গাজীপুরে রোভার স্কাউটের শতবর্ষ উৎযাপন উপলক্ষে আয়োজিত হয় শতবর্ষ রোভার মুট। মুটের থীম ছিল শতবর্ষে রোভারিং, সুনাগরিক প্রতিদিন। এই স্মরণীয় রোভার মুটে অংশ গ্রহণের সুযোগ দেয়ায় ধন্যবাদ জানাই বাংলাদেশ স্কাউটস, রোভার অঞ্চলকে।