
শ্রেষ্ঠ রোভার স্কাউট খুলনা বিভাগ-২০০২
বিগত ২০০১ সাল খুলনা বিভাগের ১০টি জেলা বাংলাদেশ স্কাউটস, রোভার অঞ্চল ও বিভিন্ন জেলা রোভার কর্তৃক আয়োজিত বিভিন্ন কার্যক্রমে সহায়তা প্রদান করায় বাংলাদেশ স্কাউটস, রোভার অঞ্চল আমাকে ২০০২ সালে খুলনা বিভাগের শ্রেষ্ঠ রোভার নির্বাচন করে। রোভার অঞ্চলের সকল জানাচ্ছি আমার আক্তরিক শুভেচ্ছ।