ষোড়শ ঢাকা জেলা রোভার মুট ২০১৯
Profile picture for user gbcrubel_1
Bangladesh

ষোড়শ ঢাকা জেলা রোভার মুট ২০১৯

ষোড়শ ঢাকা জেলা রোভার মুট শুরু হয়েছে ধামরাই উপজেলার কুশুরা নবযুগ কলেজে। বাংলাদেশ স্কাউটসের ঢাকা জেলা রোভারের ব্যবস্থাপনা ও পরিচালনায় ছয়দিনের এ মুট চলবে আগামী ২৩ মার্চ পর্যন্ত। এবারের মুটের থিম হচ্ছে- ‘সমাজ বিনির্মাণে রোভারিং, টেকসই উন্নয়ন বাধাহীন’। মুটে ঢাকা জেলার ১৩৫টি রোভার দলের ১৭-২৫ বছর বয়সী ১ হাজার ৮০ জন রোভার ও গার্ল ইনরোভার অংশ নিচ্ছেন। সোমবার সকাল থেকেই রোভার দলগুলো মুট মাঠে আছে। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও স্বেচ্ছাসেবকসহ আরও ৪০০ রোভার ও কর্মকর্তা মুট বাস্তবায়নে কাজ করছেন। মঙ্গলবার সকালে রোভারদের দ্বিবার্ষিক এই মিলনমেলার উদ্বোধন করেন ঢাকা-২০ (ধামরাই) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমদ। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান স্কাউট ব্যক্তিত্ব ছিলেন বাংলাদেশ স্কাউটসের জাতীয় কমিশনার (বিধি) ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (এপিডি) শেখ ইউসুফ হারুন। রোভাররা এই মুটে ছয়দিন অবস্থান করে শিক্ষামূলক বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। মুটে অন্তর্ভুক্ত প্রোগ্রামগুলোকে ‘চ্যালেঞ্জ’ নামে অভিহিত করা হয়। মোট ১২টি চ্যালেঞ্জ ও কেন্দ্রীয় অনুষ্ঠানের সমন্বয়ে আকর্ষণীয়, উদ্দীপনামূলক, শিক্ষণীয় ও প্রতিযোগিতামূলক কর্মসূচি সাজানো হয়েছে, যা সাব-ক্যাম্প ও কেন্দ্রীয়ভাবে বাস্তবায়িত হবে।
Started Ended
Number of participants
1480
Service hours
53280
Location
Bangladesh
Topics
Personal safety
Legacy BWF
Good Governance
Partnerships
Youth Engagement
Youth Programme

Share via

Share