সংবাদ ও উপস্থাপনা কোর্স -২০২০
বাংলাদেশ স্কাউটস এর জনসংযোগ, প্রকাশনা এবং মার্কেটিং বিভাগ কর্তৃক আয়োজিত “সংবাদ ও অনুষ্ঠান উপস্থাপনা কোর্স-২০২০” এ অংশগ্রহণকারী ৬৫ জন সদস্যের একজন হতে পেরে গর্বিত অনুভব করছি। সেই সাথে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সংশ্লিষ্ট সকলের প্রতি। কোর্সটি অনেক প্রত্যাশিত ছিল৷ দিন শেষে অংশগ্রহণ করতে পেরেই আপ্লুত হয়েছি। প্রথম দিনেই শিখেছি অনেক। চিহ্নিত করতে পেরেছি নিজের দুর্বলতার জায়গাগুলো। সম্মানিত শিক্ষকবৃন্দের নিজেরদের জ্ঞান ছড়িয়ে দেওয়ার প্রবল ইচ্ছে মুগ্ধ করেছে বারবার। আর সারাদিন জুড়েই নিজেকে উত্তাল সমুদ্রের মাঝে এক পালহীন নৌকার মতো অনুভব করেছি। দিন শেষে আবার সেই মুগ্ধতা।
প্রথম দিনের অনুভূতি ব্যক্ত করতে শিক্ষকদের জন্য কয়েকটি লাইন লেখার মতো স্পর্ধা করছি -
জীবনে যতো দিয়েছি ফাঁকি
করেছি যতো ভুল,
সব ভুল আজ জানার আশায়
সবাই কেমন মশগুল!
গুরুদের বিনয়ী স্বভাব,
করেছে যতো মুগ্ধ,
তাদের জ্ঞানের আলোয় এসে-
নিজেকে করছি শুদ্ধ।
ভুল গুলো সব অভ্যাস করে,
হবো না হাসির পাত্র,
বিশ্ব জোড়া পাঠশালা মোর,
সবার আমি ছাত্র!