স্কাউটের চরে বন্যার্তদের মাঝে ত্রান বিতরণ

স্কাউটের চরে বন্যার্তদের মাঝে ত্রান বিতরণ

স্কাউটের চরে বন্যার্তদের মাঝে ত্রান বিতরণ সম্পন্ন হয়েছে লালমনিরহাটের ধরলা নদীর পাড়ে চরফলিমারি, নগদটারীর চর ও ওসমান তাঁতীর চরের দীর্ঘতম বন্যা কবলিত ১০০ টি পরিবারের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রেখে আজ, ২৯ জুলাই,২০২০ ইং তারিখে খাদ্য সহ অন্যান্য ত্রান বিতরণ করা হয়। ঢাকার ক্রিস্টাল ওপেন স্কাউটস এর আয়োজনে এই ত্রান বিতরণের সার্বিক ব্যাবস্থাপনার দায়িত্ব পালন করেন লালমনিরহাট জেলা রোভারের সম্পাদক অধ্যাপক আরমান রহমান ও তাঁর রোভাররা। বন্যা দুর্গত চরবাসীর জন্য পানি বিশুদ্ধ করন ট্যাবলেট সংগ্রহ করে নিজে উপস্থিত থেকে ত্রান বিতরণ কার্যক্রম সমন্বয় করেন লালমনিরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব রফিকুল ইসলাম। ইনশাআল্লাহ, আসন্ন ঈদ ও পরবর্তী অন্ততঃ আরো ১৫ দিন এই ত্রানে বন্যা কবলিত দরিদ্র চরবাসী পরিবারের সবাইকে নিয়ে একটু ভাল থাকবেন বলে আশা করা যাচ্ছে। প্রতিটি ব্যাগে খাদ্য ত্রান হিসেবে ছিলঃ চাল ১২ কেজি, ডাল ১ কেজি, তেল ১/২ লিটার, লবন ১ কেজি, আলু ৩ কেজি, পেঁয়াজ ১/২ কেজি, এসএমসি স্যালাইন ১০ পিস, প্যারাসিটামল ২ পাতা, ডেটল সাবান ১ পিস, বল সাবান ৩ পিস, মাস্ক ২ পিস এবং জরুরী প্রয়োজন মেটানোর জন্য নগদ ৩০০ টাকা। শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ত্রান কার্যক্রম সুষ্ঠুভাবে পরিকল্পনা ও মনিটরিং করার জন্য ক্রিস্টাল ওপেন স্কাউটস এর প্রতিষ্ঠাতা জনাব সরোয়ার মোহাম্মদ শাহরিয়ার কে বিশেষ ধন্যবাদ। পুরো আয়োজনে আপনারা যাঁরা নিঃস্বার্থভাবে আর্থিক সহযোগিতা ও শ্রম দিয়ে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন বলে এই ত্রান বিতরণ সফল হোল, তাঁদের সবাইকে ক্রিস্টাল ওপেন স্কাউটস এর পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। পরম করুণাময় আল্লাহর কাছে অশেষ কৃতজ্ঞতা এই সেবামূলক কাজে নিজেদেরকে যুক্ত করার সুযোগ দেওয়ার জন্য। ছবিঃ জনাব মারফিয়া, প্রধান শিক্ষক, স্মৃতি রায়- ক্রিস্টাল স্কাউট প্রাথমিক বিদ্যালয়। #SDGsbyCrystal #SDGsbyCrystal #CrystalScouts #WOSM #reliefforfloodvictims #Bangladesh #Scouts #Scout World Organization of the Scout Movement - WOSM Scouting in the Asia-Pacific Region Bangladesh Scouts
Started Ended
Number of participants
65
Service hours
3900
Topics
Youth Programme
Youth Engagement
Legacy BWF
Global Support Assessment Tool
Communications and Scouting Profile
Partnerships

Share via

Share