স্কাউট অান্দোলনের প্রতিষ্ঠাতা রর্বাট স্টিফেন্সন স্মিথ লর্ড ব্যাডেন পাওয়েল অব গিলওয়েল (বি পি) এর ১৬৩ তম জন্মবার্ষিকী ২০২০
স্কাউট অান্দোলনের প্রতিষ্ঠাতা রর্বাট স্টিফেন্সন স্মিথ লর্ড ব্যাডেন পাওয়েল অব গিলওয়েল (বি পি) এর ১৬৩ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে রংপুর আইডিয়াল ইনস্টিটিউট অব টেকনোলজি রোভার স্কাউট গ্রুপ কর্তৃক আয়োজিত আলোচনা সভা অায়োজন করা হয়।
উক্ত অালোচনা সভায় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠান প্রধান ও গ্রুপ সভাপতি জনাব মোঃ সাকিনুর অালম। রোভার স্কাউট লিডারগণ
সহ ইনস্টিটিউট এর সকল বিভাগের বিভাগীয় প্রধানগন, শিক্ষকবৃন্দ ও রোভার বৃন্দ।