শীতবস্ত্র বিতরণ ২০২১

শীতবস্ত্র বিতরণ ২০২১

আপনারা জানেন উত্তরাঞ্চলে একটু শৈত্যপ্রবাহ বেশি।তাই প্রতি বছর এর ন্যায় এবছর কিছু নিরীহ মানুষকে শীতবস্ত্র বিতরণ করলো রংপুর পলিটেকনিক ইন্সটিটিউট রোভার স্কাউট গ্রুপের রোভাররা, স্যার দের সহযোগীতায় এবং রোভার স্কাউট লিডার মহাদেব কুমার গুন, রোভার স্কাউট লিডার আতিকুর রহমান স্যার এর নির্দেশনায় রংপুর পলিটেকনিক এর অধ্যক্ষ মহোদয়ের উপস্থিতিতে কলেজের কর্মচারী সহ বিভিন্ন পেশার শীতার্ত মানুষের মাঝে নিজেরা অর্থ প্রদান করে এবং অনুদান সংগ্রহ করে শিতবস্ত্র বিতরণ করা হলো আলহামদুলিল্লাহ। যারা শীতবস্ত্র বিতরণে আর্থিক ভাবে সহযোগিতা করেছেন তাদের আন্তরিক ধন্যবাদ ❣️❣️
Number of participants
72
Service hours
432
Topics
Youth Programme
Legacy BWF

Share via

Share