সিরাজগঞ্জ জেলা স্কাউটস এর ৫৫ তম নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জ জেলা স্কাউটস এর ৫৫ তম নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

মোছাঃ বন্যা খাতুন ( রাজশাহী ব্যুরো প্রধান) : বাংলাদেশ স্কাউট সিরাজগঞ্জ জেলার ব্যবস্থাপনায় ২৬ শে আগষ্ট ২০২০রোজ বুধবার সকাল ১১ টায় শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষ, জেলা প্রশাসকের কার্যালয়ে  সিরাজগঞ্জ জেলা স্কাউটস এর ৫৫ তম নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলার সম্মানিত জেলা প্রশাসক ও সভাপতি বাংলাদেশ স্কাউটস সিরাজগঞ্জ জেলা জনাব ড. ফারুক আহম্মদ।  এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও সহ-সভাপতি বাংলাদেশ স্কাউটস সিরাজগঞ্জ জেলা জনাব মোঃ ফিরোজ মাহমুদ ( উড ব্যাজার), জেলা স্কাউটস এর  সম্পাদক সরকার ছানোয়ার হোসেন (এল টি), সহ-সভাপতি আবু তাহের মিয়া (এল টি), বাংলাদেশ স্কাউটস এর সহকারী পরিচালক ( পাবনা-সিরাজগঞ্জ) জনাব মোঃ রাজিব আহমেদ, সহকারী কমিশনার জনাব খালেকুজ্জামান খান (এ এল টি) সহ নির্বাহী কমিটির সকল সদস্য বৃন্দ। সভার শুরুতে বিগত কার্যনির্বাহী সভার কার্যবিবরণী পাঠ করা হয় ও অনুমোদন দেওয়া হয়। জেলা স্কাউট ভবন এর  কাজ সম্পূর্ণ করা এবং জেলা স্কাউটস এর  ট্রেনিং প্রোগ্রাম বাস্তবায়নের জন্য উপকরণ সামগ্রী ক্রয়, শতভাগ অনলাইন রেজিস্ট্রেশন সম্পন্ন করা এবং স্কাউট মার্কেট তদারকির জন্য একটি উপকমিটি গঠন করার বিষয়ে আলোচনা হয়। সভা শেষে সিরাজগঞ্জ জেলায় নব্য ৩ জন ( অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও সহ-সভাপতি বাংলাদেশ স্কাউটস সিরাজগঞ্জ জেলা জনাব মোঃ ফিরোজ মাহমুদ, ও শাহজাদ পুর উপজেলা স্কাউট এর কমিশনার , ও ইউনিট লিডার ১ জন)  উডব্যাজ অর্জনকারীদের স্কার্ফ, বিট ও সনদপত্র তাদের হাতে তুলে দেওয়া হয়।   প্লিজ শেয়ার করুণ..
Number of participants
9
Service hours
270
Topics
Youth Programme
Youth Engagement
Personal safety
Legacy BWF
Communications and Scouting Profile
Growth

Share via

Share