সিরাজগঞ্জ এর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মহোদয়কে বিদায় সংবর্ধনা দিলো সেবা মুক্ত স্কাউট গ্রুপ , সিরাজগঞ্জ

সিরাজগঞ্জ এর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মহোদয়কে বিদায় সংবর্ধনা দিলো সেবা মুক্ত স্কাউট গ্রুপ , সিরাজগঞ্জ

সিরাজগঞ্জ প্রতিনিধি :  গত ৩১ আগষ্ট ২০২০ রোজ সোমবার সকাল ১১ টায়   সিরাজগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও সহ-সভাপতি বাংলাদেশ স্কাউটস সিরাজগঞ্জ জেলা জনাব মোঃ ফিরোজ মাহমুদ ( উডব্যাজার) মহোদয় এর বদলী জনিত বিদায় উপলক্ষে ঐতিহ্যবাহী সেবা মুক্ত স্কাউট গ্রুপ সিরাজগঞ্জ এর পক্ষ থেকে বিদায় সংবর্ধনা ও শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন সেবা মুক্ত স্কাউট গ্রুপ এর সম্মানিত সভাপতি  ও এক্সিম ব্যাংক সিরাজগঞ্জ শাখার ব্যবস্থাপক  এম এম কামরুল হাসান ( পি আর এস),  গ্রুপ সম্পাদক  মোঃ রফিকুল ইসলাম শামিম ( উডব্যাজার), রোভার স্কাউট লিডার মোঃ আসলাম হোসেন, স্কাউট লিডার মো: ইমন আলী ( উডব্যাজার) সহ গ্রুপের স্কাউট, রোভার স্কাউট এর সদস্য বৃন্দ।
Number of participants
8
Service hours
240
Topics
Youth Programme
Youth Engagement
Personal safety
Communications and Scouting Profile
Growth

Share via

Share