সিনিয়র রোভারমেট নির্বাচন
গত ১৫ নভেম্বর ২০১৯ তারিখে কাপ্তাই জেলা নৌ রোভার ইউনিটের সিনিয়র রোভার মেট নির্বাচন অনুষ্ঠিত হয়।উক্ত নির্বাচনে কাপ্তাই জেলা নৌ রোভার ইউনিটের রোভাররা ভোট দান করেন। ১নং কাপ্তাই জেলা নৌ রোভার এবং ২ নং কাপ্তাই জেলা নৌ রোভার ইউনিটের সিনিয়র রোভার মেট হিসেবে মেহেদি হাসান ফাহিম এবং এনামুল হক টিপু নির্বাচিত হয় এবং কাপ্তাই জেলা নৌ রোভারের জেলা রোভার লিডার নির্বাচিতদের মাঝে দায়িত্ব পত্র প্রদান করেন।