শিক্ষা উপকরণ বিতরণ কার্যক্রম
অনেক হতদরিদ্র শিশু আছে যারা, পড়াশোনার প্রতি আগ্রহী হলেও পর্যাপ্ত শিক্ষা সামগ্রীর অভাবে তাদের অকালেই ঝরে পরতে হয়। এই সকল দুস্থ অসহায় ও প্রান্তিক শিশুদের লেখাপড়ার প্রতি উদ্বুদ্ধ করতে আমাদের এই প্রকল্প গ্রহণ করা হয়।
একটি প্রকল্প বাস্তবায়নের অন্তরায় থাকে, সঠিক তথ্য গ্রহণ। আমি ও আমার দলের রোভারেরা তারা প্রান্তিক এলাকায় দুস্থ শিশুদের তালিকা প্রস্তুত করে। এবং পরবর্তীতে আমরা ২১ শে ফেব্রুয়ারি, সকলের মিলে শিশুদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেই। এই দিন আমি সহ ১৫ জন রোভার একত্রে প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ সহ, ৫০ টি শিশুর হাতে এই শিক্ষা উপকরণ তুলে দিতে সক্ষম হই।
শিক্ষার আলোয় আলোকিত হয়ে উঠুক আমাদের সমাজ। সকল আঁধার পেরিয়ে শিক্ষাই এনে দিবে নতুন দিনের সূর্য। শিশুদের মুখের হাসি গুলো যেন এরই বহিঃপ্রকাশ ঘটায় ।