সি.বি.এস ক্যাম্প কক্সবাজার-২০২০
১৭-২২ ইং ফেব্রুয়ারি,২০২০ এ কক্সবাজারের টেকনাফে অনুষ্ঠিত হয় ২য় কমিউনিটি বেইজড স্কাউট ক্যাম্প -২০২০ ।ক্যাম্প টিতে বাংলাদেশসহ এশিয়া মহাদেশের বেশ কয়েকটি দেশের স্কাউট ও রোভার স্কাউট এতে অংশগ্রহণ করে।উক্ত ক্যাম্পটিতে সানরাইজ ওপেন স্কাউট গ্রুপের সদস্যরা অংশগ্রহণ করে। উক্ত ক্যাম্পটি কয়েকটি সাবক্যাম্পে বিভক্ত করা হয়। প্রতিটি সাবক্যাম্পে প্রায় ৯৯৯ জন স্কাউট উপস্থিত ছিল।৬ দিনব্যাপী এই ক্যাম্পটিতে বিভিন্ন ইভেন্টের আয়োজন করা হয়। প্রতিটি ইভেন্টে স্কাউট ও রোভার স্কাউট অংশগ্রহণ করে। সাফল্যের সাথে এই ক্যাম্পটি সম্পূর্ণ হয় এবং সকলকে সার্টিফিকেট প্রদান করা হয়।