শহীদ বুদ্ধিজীবী দিবসে ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ ২০১৯

বিগত ১৪ই ডিসেম্বর ২০১৯ শহীদ বুদ্ধিজীবী দিবসে মীরপুর বুদ্ধিজীবী কবরস্থানে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করে ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ। ১৯৭১ সালে ডিসেম্বরের শেষের দিকে চারিদিকে যখন বিজয়ের জয়ধ্বনি তখন এদেশের কিছু বেঈমান রাজাকার,আল বদর,আল শামস এবং শান্তি বাহিনীর প্রত্যক্ষ সহযোগিতায় এদেশের প্রথম শ্রেনির জ্ঞানী-গুণী শিক্ষক,চিকিৎসক, দার্শনিক, লেখক, কবি-সাহিত্যিক সহ বুদ্ধিজীবীদের তালিকা করে হত্যা করে পাকিস্তানি বাহিনী । পাকিস্থানি স্বৈরাচারী বাহিনী এদেশকে মেধাহীন করতে, এদেশ যাতে আর কোনদিন বিশ্বের বুকে মাথা উঁচু করে না দাড়াতে পারে,এদেশকে চিরতরে পঙ্গু করে দেওয়ার জন্য হত্যাযঙ্গে মেতে উঠেছিল। কিন্তু তারা সফল হয়নি। বর্তমান বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বুকভরা গর্ব নিয়ে।উন্নয়নে বাংলাদেশ বিশ্বের রোল মডেল। তৈরি পোশাক শিল্পে বাংলাদেশ দ্বিতীয় স্থানে।বাংলাদেশের চিংড়ি, ইলিশ, কাঁকড়া বিশ্বে সুনাম অর্জন করেছে। বর্বর পাকিস্তানি বাহিনী এদেশের সোনার মানুষদের হত্যা করেছিল ১৪ই ডিসেম্বর। এই দিনটি বাংলাদেশীদের জন্য গভীর শোকের। রায়ের বাজার বধ্যভূমিতে এখনো বুদ্ধিজীবীদের স্মৃতিচিহ্ন রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ দিনটিকে শ্রদ্ধাভরে স্মরণ এবং পালন করেছিল।
Number of participants
20
Service hours
100
Topics
Legacy BWF
Personal safety
Youth Engagement
Youth Programme
Partnerships
Global Support Assessment Tool
Growth

Share via

Share