সেবার লক্ষ্যে এগিয়ে যাই, বন্যার্তদের পাশে দাড়াই (আমরা স্কাউট গ্রুপ,ঢাকা)

সেবার লক্ষ্যে এগিয়ে যাই, বন্যার্তদের পাশে দাড়াই (আমরা স্কাউট গ্রুপ,ঢাকা)

করোনা মহামারিতে পুরো বিশ্ব যখন থমকে আছে, তখন দেশে বন্যার আগমন এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিকে আরেক নতুন মাত্রায় নিয়ে গিয়েছে। এই বছর বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ এবং মানুষের দুর্ভোগ সীমাহীন। বন্যাদুর্গত এলাকায় খাদ্যসঙ্কট, গবাদী পশুর খাদ্যাভাব, ঘরবাড়ি,চাষের জমি পানিতে তলিয়ে যাওয়া ইত্যাদি নানাবিধ সমস্যায় জর্জরিত দেশের বন্যাকবলিত অঞ্চলের মানুষজন। সবসময় যেকোনো দুর্যোগ-দুর্বিপাকে মানুষের সেবায় সদা প্রস্তুত এবং নিজেদের যথাসাধ্য চেষ্টা করা, বাংলাদেশ স্কাউটস, ঢাকা জেলা রোভারের অন্যতম সক্রিয় মুক্ত দল, "আমরা স্কাউট গ্রুপ, ঢাকা" গত ১৬ আগস্ট ''সেবার লক্ষ্যে এগিয়ে যাই, বন্যার্তদের পাশে দাঁড়াই '' এই শ্লোগান নিয়ে ত্রাণ বিতরণ কার্যক্রম সম্পন্ন করে। মাত্র কয়েকদিনের প্রচেষ্টায় আমরা মানিকগঞ্জ সদর উপজেলার বেংরই ১নং ওয়ার্ড, ছোট বারইল এবং পাঁছ বারইল চর এলাকায় সর্বমোট ১২১টি বন্যা কবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করতে সক্ষম হই। ট্রলারে করে ৩টি চর এলাকায় ত্রাণ পৌঁছাতে যাওয়ার সময় কখনো সূর্যের প্রখর তাপ আবার কখনো ঝিরিঝিরি বৃষ্টির আবহাওয়া যেন পুরো যাত্রাপথকে আরো রোমাঞ্চকর করে তুলেছিল। ট্রলারের শব্দ কিংবা দূর থেকে দেখা পেলেই নদীর পাড়ে বাচ্চা-বুড়ো, পুরুষ-মহিলা সবাই ছু্ঁটে আসতো, তারা আরো কয়েকদিন ভালো মন্দ খেয়ে বেঁচে থাকবে সেই আশায় আর কৃতজ্ঞতায়ই বুঝি তাদের চোখ ছলছল করে উঠতো। আমরা আমাদের যথাসাধ্য চেস্টা করেছি যাতে বন্যা কবলিত এই অসহায় মানুষগুলোর মুখে কিছুটা হলেও হাঁসি ফোটাতে পারি। তাই আমরা প্রতিটি পরিবারকে ১/ চাল, ২/ ডাল, ৩/ আলু, ৪/ স্যালাইন, ৫/ পানি বিশুদ্ধকরণ বড়ি, ৬/ কৃমি নাশক ট্যাবলেট, ৭/ নাপা রেগুলার, ৮/ পটাসিয়াম ট্যাবলেট, ৯/ ফেস মাস্ক, ১০/ স্যানিটাইজার, ১১/ চিঁড়া, ১২/ সাবান, ১৩/ টোস্ট বিস্কুট, ১৪/ স্যানিটারি ন্যাপকিন (প্রযোজ্য ক্ষেত্রে), ১৫/ ছোট বাচ্চাদের জন্য চিপস, চকলেট, ওয়েফার দিয়েছি। এই সামান্য ত্রাণ পেয়ে তারা যেভাবে আমাদের দো'আ দিচ্ছিলো, তাদের মনের কষ্ট এতো আপনভাবে বলছিলো আর সবশেষে মিষ্টি হাঁসি দিয়ে যেভাবে আপন নীড়ে ফিরে যাচ্ছিলো সেই অনুভূতি আসলে লাখ-কোটি টাকা দিয়েও পাওয়া অসম্ভব বলে আমার বিশ্বাস। ত্রাণ বিতরণ কার্যক্রমে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলার সম্মানিত জেলা প্রশাসক এবং আমরা স্কাউট গ্রুপ, ঢাকা এর সুযোগ্য সম্পাদক জনাব এস এম ফেরদৌস স্যার। এছাড়াও উপস্থিত ছিলেন জনাব মোঃ ইকবাল হোসেন, উপজেলা নির্বাহী অফিসার, সদর থানা, মানিকগঞ্জ, জনাব আলী রাজিব মাহমুদ মিঠুন, সহকারী কমিশনার (ভূমি), সদর থানা, মানিকগঞ্জ, এন ডি সি জনাব মোঃ ইব্রাহীম- সহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, দলের ২জন স্কাউট ও রোভার লিডার এবং ২১ জন রোভার স্কাউটবৃন্দ। সর্বোপরি বিশেষ ধন্যবাদ জানাতে চাই, মানিকগঞ্জ জেলা প্রশাসনকে, আমরা স্কাউট গ্রুপ, ঢাকা এর গ্রুপ কমিটির সম্মানিত স্যারদের, দলের সকল রোভার স্কাউটবৃন্দকে এবং আমাদের এই মানবিক কার্যক্রমটি সফল করতে যারা সহযোগিতা করেছেন তাদের সকলের প্রতি মন থেকে শ্রদ্ধা, কৃতজ্ঞতা এবং ভালোবাসা রইলো।
Started Ended
Number of participants
25
Service hours
5550
Topics
Youth Programme
Youth Engagement
Good Governance
Legacy BWF
Communications and Scouting Profile

Share via

Share