সেবা মুক্ত স্কাউট গ্রুপের ৩৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী
১৯৮৬ সালের ১৪ই সেপ্টেম্বর ‘সেবা মুক্ত স্কাউট দলটি যাত্রা শুরু করে । বাংলাদেশ স্কাউটসের অগ্রযাত্রায় সামিল হওয়ার পাশাপাশি সেবা মূক্ত স্কাউট এখন গ্রুপ মানে উত্তীর্ণ হয়েছে। ‘দুনিয়াকে যেমন পেয়েছো তার চেয়ে ভালো রেখে যাওয়ার চেষ্টা কারো’। স্কাউটসের জনক বিপির আদর্শে অনুপ্রাণিত সেবা মুক্ত স্কাউট গ্রুপ জন্মলগ্ন থেকেই আত্মমর্যাদাশীল জাতি গঠনের লক্ষ্যে বাংলাদেশ স্কাউটসের সাথে একযোগে কাজ কর যাচ্ছে । সিরাজগঞ্জ সরকারি কলেজের প্রিয় শিক্ষক ও স্কাউটার এস এম গাজীউর রহমান এবং ভিক্টোরিয়া হাই স্কুলের শিক্ষক ও সর্বোচ্চ স্কাউট পদক অর্জনকারি মোঃ আব্দুল আজিজ স্যারের হাতে গড়া দলটি কালের পরিক্রমায় এখন অনেক সমৃদ্ধ। সেবা মুক্ত স্কাউট গ্রুপের গর্বিত সদস্যরা মানুষের কল্যাণে কাজ করে দেশে- বিদেশে সুনাম অর্জন করে চলেছেন। অভিনয় জগতের শিরোমণি জাহিদ হাসান পুলক, মৃদুল প্রমূখরা এ দলের সদস্য ছিলেন। দলের প্রতিষ্ঠাতা সদস্য ও বর্তমানে এক্সিম ব্যাংকের শাখা ব্যবস্থাপক কামরুল হাসান সর্বোচ্চ প্রেসিডেন্ট স্কাউটস্ এওয়ার্ড (পিআরএস) পদক অর্জন করে দলের মর্যাদা বহুগুণ বাড়িয়ে দিয়েছেন। চলতি ২০২০ সালে দলের ৭জন তরুন স্কাউট পিএস পরিক্ষায় উত্তির্ণ হয়ে গ্রুপের মর্যাদা বৃদ্ধি করেছে। সেবা মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা সন্মুখ সারির করোনা যোদ্ধা বা ফ্রন্ট লাইন কর্মী হিসাবে সাহসী ভূমিকা পালন যাচ্ছে । একই সাথে গ্রুপেসদস্যরা বন্যার্তদের পাশে দাঁড়ানোর পাশাপাশি মুমূর্ষ রোগিদের রক্তদান করে ও রেসকিউ কাজে অংশ নিয়ে মানুষের প্রশংসা কুড়িয়ে চলেছেন । মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে বাংলাদেশ স্কাউটসের চলমান বৃক্ষরোপন কর্মসূচি এগিয়ে নিতে গ্রুপটি দীর্ঘমেয়াদি বৃক্ষরোপন অভিযান শুরু করছে। সিরাজগঞ্জের মরুভূমি খ্যাত ক্রসবার- ৩ কে অক্সিজেন ভান্ডারে পরিণত করতে পাউবো’র ব্যবস্থাপনায় ও সেবা মুক্ত স্কাউট গ্রুপের তত্বাবধানে স্কাউট গার্ডেন পাহাড়-টিলা নির্মাণের কাজ এগিয়ে চলেছে। বর্তমানে গ্রুপের আরএসএল আসলাম হোসেন, মনিরা সুলতানা, স্কাউট লীডার ইমন আলী, রোভার মেট মাছুম বিল্লাহ মাহী, উত্তম কুমার, আশিক আহমেদ প্রমুখরা দলকে এগিয়ে নিতে ভূমিকা রেখে চলেছেন। উল্লেখ্য, সেবা মুক্ত স্কাউট পিছিয়ে পরা যুব সমাজকে সংঘঠিত করে লেখাপড়ার পাশাপাশি আত্মমর্যাদাশীল জাতি গঠনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। লেখকঃ রফিকুল ইসলাম শামীম (উড ব্যাজার) সেবা মুক্ত স্কাউট গ্রুপের গ্রুপ সম্পাদক পদে দায়িত্বরত আছেন। তিনি দলকে আরোও অনেক উচ্চতায় নিয়ে যাওয়ার স্বপ্ন দেখেন। গ্রুপের সভাপতি এসএম কামরুল হাসান (পিআরএস) পিতার হাতে গড়া সেবা মুক্ত স্কাউট গ্রুপকে সমৃদ্ধ করতে পরিকল্পনা ও পৃষ্ঠপোষকতা করে যাচ্ছেন। একই দিন গ্রুপের প্রতিষ্ঠাতা আব্দুল আজিজ মৃত্যু বার্ষিকী হওয়ায় ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্যে দিনটি পালিত হয়। দলের সভাপতি কামরুল হাসান প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা জানানোর পাশাপাশি দোওয়া কামনা করেছেন। সেবা মুক্ত স্কাউট গ্রুপের প্রধান উপদেষ্টাঃ সংসদ সদস্য ও মাননীয় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস সহ পৃষ্ঠপোষক, উপদেষ্টা ও দেশে বিদেশে অবস্থানরত স্কাউটার-শুভাকাঙ্ক্ষী সবাই দলের সাফল্য কামনা করেছেন।