সেবা মুক্ত স্কাউট গ্রুপ এর বার্ষিক ডে ক্যাম্প অনুষ্ঠিত

সিরাজগঞ্জ জেলার ঐতিহ্যবাহী সেবা মুক্ত স্কাউট গ্রুপ এর বার্ষিক ডে ক্যাম্প ৬ নভেম্বর ২০২০ স্কাউট গার্ডেন, ক্রস বার-০৩ অনুষ্ঠিত হয়। ডে ক্যাম্প এ উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা বিভাগের প্রাক্তন পরিচালক ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউট গ্রুপের প্রাক্তন গ্রুপ সম্পাদক জনাব আবুল কালাম বাদশা, আরএসএল নুরুন্নবী স্যার, আর এস এল হেলাল উদ্দিন স্যার, সিরাজগঞ্জ জেলা জজ ও সেবা মুক্ত স্কাউট গ্রুপের উপদেষ্টা জনাব ফজলে খোদা নাজির, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন রোভার স্কাউট অ্যাসোসিয়েশন (রুক্সরা) রোভার মেট বৃন্দ , বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের এর উপ বিভাগীয় প্রকৌশলী জনাব এ কে এম রফিকুল ইসলাম (পি আর এস), বাংলাদেশ স্কাউটস এর সহকারী পরিচালক জনাব মোঃ রাজিব আহমেদ, সিরাজগঞ্জ জেলার রোভার এর সম্মানিত সম্পাদক জনাব সামছুল হক (এ এল টি), সেবা মুক্ত স্কাউট গ্রুপের সভাপতি জনাব এম এম কামরুল হাসান (পি আর এস), সেবা মুক্ত স্কাউট গ্রুপের গ্রুপ সম্পাদক জনাব মোঃ রফিকুল ইসলাম শামীম, আর এস এল আসলাম হোসেন, সহ সভাপতি জনাব গোলাম মোস্তফা রুবেল, স্কাউট লিডার মোঃ ইমন আলী, কোষাধক্ষ্য জনাব মোঃ শফিকুল ইসলাম সহ প্রমুখ উপস্থিত ছিলেন। সারা দিন প্রাণবন্ত ভাবে কেটেছে। স্কাউট, রোভার স্কাউট সদস্যরা বিভিন্ন চ্যালেঞ্জ অংশগ্রহণ করে। বিকেলে সার্টিফিকেট বিতরণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও ফানুস ওড়ানোর মাধ্যমে ডে ক্যাম্প এর সমাপ্তি ঘটে।
Number of participants
75
Service hours
50625
Topics
Youth Programme
Youth Engagement
Personal safety
Global Support Assessment Tool
Growth
Partnerships
Communications and Scouting Profile

Share via

Share