
স্বপ্নের শিক্ষালয়
‘স্বপ্ন অর্জনে আমরা’ শিরনামে “স্বপ্ন মোদের মানসম্মত শিক্ষা” এ লক্ষ্য নিয়ে বাংলাদেশ স্কাউটসের কতিপয় রোভার গ্রামের আধুনিক শিক্ষা বঞ্চিত শিশুদের মানসম্মত শিক্ষাদানের জন্য গঠন করে "স্বপ্নের শিক্ষালয়" স্কুলটি।। সুবিধা বঞ্চিত শিশুদের শিক্ষাধিকার অর্জন, বিনামূল্যে শিক্ষা দান ও মেধা বিকাশ, প্রতিভা বিকাশে সহায়তা দান করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।
আর আমাদের অঙ্গিকার, প্রতিজ্ঞা ও লক্ষ্য বাস্তবায়নে আমরা অত্র বছরের ১১ই জানুয়ারি নিলফামারীর জলঢাকার পাঠানপাড়য় একটি ছোট্ট কুড়ে ঘরে “স্বপ্নের শিক্ষালয়” নামে আমরা একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করি এবং আশানুরূপ ফলাফল পাই। সুবিধা বঞ্চিত শিশুদের পড়ালেখার প্রতি আগ্রহ এবং তাদের উপস্থিতি আমাদের এ কাজে আরও অনুপ্রাণিত করে। সেখানে আমরা শিশু শ্রেণিতে ডিজিটাল ডিভাইসের মাধ্যমে শিক্ষাদান করে থাকি যেন তারা তাদের আগ্রহ না হারায়।
তার ফলস্বরূপ আমাদের ছোট্ট সাফল্য।আমাদের স্কুলে বর্তমান শিক্ষার্থী সংখ্যা ১৮ জন।