সাধারণত মানুষের সাথে উষ্ণতা ভাগাভাগি করে নেয়া।

কোনো ভালো কাজ করে সুবিধা বঞ্চিত মানুষদের মুখে যখন হাসি দেখতে পাই তখন আমার খুব ভালো লাগে এবং এ থেকেই আমি এসকল ভালো কাজ করার অনুপ্রেরণা পাই।
আমাদের ঢাকা শহরে রাতের বেলায় এই শীতে বসবাস এর জায়গার অর্থের অভাবে অনেকেই রাস্তায় রাত কাটায়। তাদের শীত নিবারনের জন্য যথেষ্ট শরীর গরম করার মতো কম্বলও নেই। তাদের সাথে উষ্ণতা ভাগাভাগি করে নিতে উদ্যোগ গ্রহণ করে 'জিনিয়াস ওপেন স্কাউট গ্রুপ' এর রোভারগণ। ২০২৩ সালের ২৪ডিসেম্বর মাঝ রাতে গ্রুপের নিজস্ব তহবিল এর অর্থায়নে কিছু কম্বল ও প্রয়োজনীয় শীতের উপকরণ ক্রয় করে এবং সদস্যদের নিজেদের বাড়ির অপ্রয়োজনীয় শীতের কাপড় জোগাড় করে ঢাকার বিভিন্ন স্থানে সুবিধাবঞ্চিত মানুষের কাছে আমরা পৌছে দেই।
শীতের প্রকোপ মানুষকে অনেক কষ্ট দেয়। আমাদের সকলের বাসায়ই কম বেশি অপ্রয়োজনীয় বস্ত্র থাকে। তা যদি আমরা রাস্তায় সুবিধাবঞ্চিতদের দিতাম তাহলে তারা শীতে একটু কম কষ্ট পেত।
Started Ended
Number of participants
10
Service hours
180
Beneficiaries
200
Location
Bangladesh
Topics
Youth Programme
Peacebuilding
Humanitarian action
Civic engagement

Share via

Share