Relief Activities at Scout er Chor
Profile picture for user MD. FAZLE RABBY_1
Bangladesh

Relief Activities at Scout er Chor

আলহামদুলিল্লাহ! লালমনিরহাটের ধরলা পাড়ের স্কাউটের চরে পর পর তিনবার বন্যা কবলিত অসহায় ১০০টি পরিবারের মধ্যে ২৯ জুলাই, ২০২০ বুধবার সকাল ১০ টায় স্মৃতি রায় ক্রিস্টাল স্কাউট প্রাথমিক বিদ্যালয়ে খাদ্য ত্রান ও নগদ টাকা বিতরণ করা হবে। ক্রিস্টাল ওপেন স্কাউটস এর প্রতিষ্ঠাতা জনাব সরোয়ার মোহাম্মদ শাহরিয়ার এর নেতৃত্বে ত্রান কার্যক্রমের এই উদ্যোগে গ্রুপের রোভাররা, গার্লস-ইন রোভারিং, রোভার নেতারা, প্রাক্তন রোভাররা ও গ্রুপ কমিটির সদস্যরা অসাধারণ দক্ষতায় মাত্র ৪৮ ঘন্টায় এই খাদ্য ত্রানের টাকা সংগ্রহ করেছেন। প্রয়োজনীয় সকল খাদ্য সাশ্রয়ী দামে ক্রয়, ১০০টি আলাদা ব্যাগে সকল ত্রান সামগ্রী ভরে ছোট ট্রাকে করে নিয়ে খরস্রোতা ধরলা নদী পার করে ঘোড়ার গাড়ীতে স্কুল পর্যন্ত নিয়ে তালিকা অনুযায়ী বিতরনের সবচাইতে কষ্টকর কাজটি করেছেন লালমনিরহাট জেলা রোভারের সম্পাদক অধ্যাপক আরমান রহমান ও তাঁর পরিশ্রমী রোভাররা। রোভাররা গতকাল রাত জেগে ১০০ ব্যাগ প্রস্তুত করার কাজে ব্যাস্ত সময় পার করেছেন । ঈদে সময়মত বাড়ী না গিয়ে এই করোনা পরিস্থিতিতে অসহায় ও দরিদ্র মানুষদের হাতে খাদ্য ত্রান তুলে দিতে একদিনে সকল আইটেম ক্রয় করে, ব্যাগে ভরে রোভাররা যে অসাধ্য সাধন করেছেন তাঁদের ধন্যবাদ জানানোর ভাষা আমাদের নেই। লালমনিরহাটের এডিসি জেনারেল মহোদয় এই খাদ্য ত্রান বিতরণে উপস্থিত থাকবেন। আমরা যখন বন্যা আক্রান্ত মানুষের জন্য কোন দোকানেই পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট পাচ্ছিলাম না, তখন গত রাতে এডিসি জেনারেল জনস্বাস্থ্য বিভাগ থেকে এই ট্যাবলেট সংগ্রহ করে সকালে তিনি সাথে করে নিয়ে আসবেন বলে জানিয়েছেন। কৃতজ্ঞতা এডিসি জেনারেল মহোদয়ের প্রতিও। খাদ্য ত্রানে এবার আমরা চালের পরিমানকে গুরুত্ব দিয়েছি। প্রতিটি ব্যাগে খাদ্য ত্রান হিসেবে থাকছেঃ চাল ১২ কেজি, ডাল ১ কেজি, তেল ১/২ লিটার, লবন ১ কেজি, আলু ৩ কেজি, পেঁয়াজ ১/২ কেজি, এসএমসি স্যালাইন ১০ পিস, প্যারাসিটামল ২ পাতা, ডেটল সাবান ১ পিস, বল সাবান ৩ পিস, মাস্ক ২ পিস এবং জরুরী প্রয়োজন মেটানোর জন্য নগদ ৩০০ টাকা। এছাড়াও জেলা প্রশাসন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর থেকে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট প্রদান করেছেন। সংশ্লিষ্ট সকলকে আবারও ধন্যবাদ ও অশেষ কৃতজ্ঞতা। #SDGsbyCrystal #CrystalScouts #WOSM #reliefforfloodvictims #Bangladesh #Scouts #Scout World Organization of the Scout Movement - WOSM Scouting in the Asia-Pacific Region WOSM and Sustainable Development Bangladesh Scouts
Number of participants
100
Service hours
200
Topics
Youth Programme
Youth Engagement

Share via

Share