রোভার স্কাউটসদের সহায়তায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
Profile picture for user Jubair Bin Mokles_1
Bangladesh

রোভার স্কাউটসদের সহায়তায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

১৬ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকাল ৫টায় ঝিকরগাছায় পেন ফাউন্ডেশনের আয়োজনে রূপান্তর হস্তশিল্পের কার্যালয়ে স্বপ্নলোকের পাঠশালার শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরন করা হয়।
স্বপ্নলোকের পাঠশালার সভাপতি বিশিষ্ট কথাসাহিত্যিক ও গবেষক শফিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও স্বপ্নলোকের পাঠশালার প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ মেঘনা ইমদাদ।
এ সময় বিভিন্ন সুধীজনদের মধ্যে উপস্থিত ছিলেন সরকারি কর্মকর্তা দুলাল দেবনাথ, কবি ও কথা সাহিত্যিক টিপু সুলতান, শিক্ষক সাবিনা হীরা, পেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ইমদাদুল হক ইমদাদ।
কম্বল বিতরন অনুষ্ঠানটির সার্বিক সহায়তায় ছিলেন রোভার স্কাউট জুবায়ের বিন মকলেছ ও রোভার স্কাউট মো: রহমত উল্লাহ।
Number of participants
2
Service hours
12
Location
Bangladesh
Topics
Youth Programme
Legacy BWF
Communications and Scouting Profile
Partnerships

Share via

Share