"রংপুরে আগুন নেভানোর চেষ্টা করল রোভার স্কাউটরা"
"রংপুরে আগুন নেভাতে সহায়তা করলো রোভার স্কাউটরা"
১০ই মার্চ রাত ৮.৪০ মিনিটে রংপুর নগরীর শালবন মিস্ত্রিপাড়া আইসক্রিম ফ্যাক্টরি সংলগ্ন নুরুল ইসলামের বাড়িতে গ্যাস সিলিন্ডার থেকে আগুন লাগে। তৎক্ষনাৎ রোভার মিজু সরকার হৃদয় ফায়ার সার্ভিসকে ফোন করে।
আগুন লাগার কারনে ক্ষয়ক্ষতির পরিমান আনুমানিক ২লক্ষ টাকা প্রায়।রংপুর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট এসে আগুন নেভায়। এসময় সহায়তা করেছে রংপুর আইডিয়াল ইনস্টিটিউট অব টেকনোলজি রোভার স্কাউট গ্রুপের সিনিয়র রোভার মেট মো. আবু হাসনাত,রোভার সাকিব প্রামানিক, রোভার রিফাদুল হাসান,রোভার আব্দুল খালেক, রোভার আব্দুল হালিম, রোভার আরাফাত হোসেন,রোভার তুহিনুর রহমান,রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট এর রোভার মিজু সরকার হৃদয়,রোভার আকাশ,রোভার মেহেদী হাসান।
ফায়ার সার্ভিস এর সদস্যরা ৩৫ মিনিট এর মাথায় আগুন নিয়ন্ত্রণে আনেন। ফায়ার সার্ভিসের সিনিয়র অফিসার জানায়, আগুন যথা সময়ে নিয়ন্ত্রণে আনার কারনে শালবন এলাকাবাসীকে উদ্ধার করা সম্ভব হয়েছে।