রাজশাহী জেলায় ৩৮৫ ও ৩৮৬ তম স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স।

 রাজশাহী জেলায় ৩৮৫ ও ৩৮৬ তম স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স ভার্চুয়ালে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের পরিচালনায় রাজশাহী জেলা রোভারের ব্যবস্থাপনায় স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেনঃ  জনাব মোঃ কামরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), রাজশাহী এবং সহ-সভাপতি, রাজশাহী জেলা রোভার  প্রধান স্কাউট ব্যক্তিত্বঃ প্রফেসর মোহাঃ আব্দুল খালেক,  উপাধ্যক্ষ, রাজশাহী কলেজ এবং সহকারী কমিশনার, রাজশাহী জেলা রোভার  সভাপতিত্ব করেনঃ ড. খান মঈনুদ্দিন আল মাহমুদ সোহেল, এলটি, যুগ্ম সম্পাদক, বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চল। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনা অনুযায়ী শতভাগ স্কাউটিং এর আওতায় আনতে রাজশাহী জেলার ৫৯ টি প্রতিষ্ঠানের ৯৫ জন শিক্ষক এই কোর্সে অংশগ্রহণ করেন। আরো উপস্থিত ছিলেনঃ  প্রফেসর মোঃ আবু তালেব সরকার, সাবেক বিভাগীয় প্রধান, ব্যবস্থাপনা বিভাগ, রাজশাহী কলেজ এবং সহ-সভাপতি, রাজশাহী জেলা রোভার।  প্রফেসর ড. মোঃ ইলিয়াছ উদ্দিন,  বিভাগীয় প্রধান,  ইতিহাস বিভাগ, রাজশাহী কলেজ এবং কমিশনার, রাজশাহী জেলা রোভার।  ড. মোঃ লুৎফর রহমান, সহকারী কমিশনার, রাজশাহী জেলা রোভার।  ড. মোঃ জহিরুল ইসলাম, সম্পাদক, রাজশাহী জেলা রোভার।  জনাব মোঃ তরিকুল ইসলাম আনসারী, ডিআরএসএল, রাজশাহী জেলা রোভারসহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণার্থীগণ।
Number of participants
95
Service hours
19000
Topics
Youth Programme
Youth Engagement
Legacy BWF
Good Governance
Partnerships
Growth
Communications and Scouting Profile
Personal safety

Share via

Share