রাজশাহী জেলা রোভার এর সচেতনতামূলক কার্যক্রম
রাজশাহী জেলা রোভারের উদ্যোগে ‘প্লাস্টিক টাইড টার্নার চ্যালেঞ্জ ব্যাজ’ সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে রাজশাহী কলেজের হাজী মুহাম্মদ মহসীন ভবনের গ্যালারি কক্ষে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
প্লাস্টিক ব্যবহার হ্রাসকরণে বিশ্ব স্কাউট সংস্থা কর্তৃক আয়োজিত ‘প্লাস্টিক টাইড টার্নার চ্যালেঞ্জ ব্যাজ’ কার্যক্রমের অংশ হিসেবে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
জেলা রোভার কমিশনার প্রফেসর মো. ইলিয়াছ উদ্দিনের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য রাখেন জেলা রোভারের সম্পাদক ড. মো. জহিরুল ইসলাম, যুগ্ম সম্পাদক এস. এম. মুস্তাফিজুর রহমান ও বাংলাদেশ স্কাউটস রাজশাহী অঞ্চলের ট্রেনার প্রতিনিধি ও থ্রিস্টার ওপেন স্কাউট গ্রুপের গ্রুপ সম্পাদক সালেহ আহমেদ এলটি।
অন্যদের মধ্যে কর্মসূচিতে উপস্থিত ছিলেন শাহ মখদুম কলেজ আরএসএল সৈয়দুল আজম ও মেট্রো পলিটন কলেজ গার্ল ইন রোভারের আরএসএল মাহফুজা খানমসহ জেলার বিভিন্ন ইউনিটের রোভার স্কাউটরা।