plastic tide turners challenge badge
প্লাস্টিক টাইড টার্নার চ্যালেঞ্জ ব্যাজ
নেতৃত্ব পর্যায়: (সমাজ সেবা ও সমাজ উন্নায়ন) ।
প্লাস্টিক পুনঃব্যবহারে উৎসাহ প্রদান প্ল্যাকার্ড, পোষ্টারের মাধ্যমে সবাইকে সচেতন করা, প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে ধারণা দেওয়া।
বর্জ্য অনুমান
কক্সবাজার সমুদ্র সৈকত বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত।পৃথিবীর এই অপরুপ সৌন্দর্য্য দেখতে অাশা পর্যটক ও সৈকতের পাশের দোকানপাটগুলোর প্লাস্টিক ও অন্যান্য বজ্য সরাসরি ক্ষতির কারণ হচ্ছে জলজ প্রাণী ও সমুদ্রের। পৃথিবীর তিনভাগ পানি একভাগ মাটি। ফরওয়ার্ড বেস নৌ রোভার স্কাউটস এর রোভাররা গ্রুপ কার্যক্রমের অংশ হিসেবে বর্জ্য অনুমান ও এর ক্ষতিকর প্রভাব অনুধাবন করেছে।
নামঃস্বরূপা বিশ্বাস।
ইউনিটের নামঃ ফরওয়ার্ড বেস ০১ নং গার্ল ইন নৌ রোভার স্কাউট।
স্তর :- সদস্য
বি এস আইডি:- AA8138BS
গ্রুপ:- ফরওয়ার্ড বেস নৌ রোভার স্কাউটস গ্রুপ
#PTTCBadgeBDScouts
#BangladeshScouts