Plastic Tide Turners Challenge Badge
Tide Turners Plastic হলো United Nations Environment Programme কর্তৃক নেওয়া একটি বিশ্ব উদ্যোগ যা বিশ্ব স্কাউটস দারা গৃহীত চ্যালেঞ্জ এবং Earth Tide এর অংশ হিসেবে বিবেচিত। বাংলাদেশ স্কাউটস এই চ্যালেঞ্জ টি প্লাস্টিক টাইড টার্নার চ্যালেঞ্জ ব্যাজ এই নামে পরিচালিত করছে।
প্লাস্টিক টাইড টার্নার চ্যালেঞ্জ ব্যাজ এর কর্মসূচি এবং কর্মপরিকল্পনা ৩ ভাবে ভাগ করে করা হচ্ছে। প্রারম্ভিক, নেতৃত্ব এবং চ্যাম্পিয়ন এই ৩ পর্যায়ে। প্রতিটি পর্যায়ে রোভার দের জন্য ৪ টি কাজ রয়েছে। গত ১ নভেম্বর ২০২০ থেকে ১ ফেব্রুয়ারী ২০২১ অব্দি এই চ্যালেঞ্জ এ আমিও অংশগ্রহণ করেছি।
প্লাস্টিকের পুনঃব্যবহার, প্লাস্টিক দিয়ে বিভিম্ন কারুকার্য কিংবা বিভিন্ন সৌন্দর্য বর্ধক প্রজেক্ট বানানোর মাধ্যমে পরিবেশ দূষণ রোধের পাশাপাশি স্বাবলম্বী হওয়া যাবে। এছাড়াও ফেলে দেওয়া প্লাস্টিক দিয়ে কিভাবে বিভিন্ন প্রজেক্ট করতে পারি তা নিয়ে মানুষকে উতসাহ প্রদান এবং কর্মসূচি পালন করি আমরা। প্লাস্টিক বর্জ্য সঠিক স্থানে ফেলা এবং প্লাস্টিকের ক্ষতিকর দিক, কিভাবে তা পরিবেশ এবং মানব সমাজের ক্ষতি করছে তা মানুষের কাছে তুলে ধরি এবং কিছুটা হলেও মানুষ সচেতন হচ্ছে এই কর্মসূচি এর কারনে।