পথ শিশুদের হাতে বই তুলে দেওয়া, বই বিতরণ কর্মসূচি।

অধিকার পড়ালেখা করা, বাংলাদেশে হয়তো সকল শিশুর পরিস্থিতির কারণে সম্ভাব হয় না। তাই হয়তো খুব অল্পভাবে সমাধান করা সম্ভব না।কিন্তু আমাদের দ্বারা যতটুক সম্ভব ততটুক আমরা করতে পারি।তাই আমরা এই উদ্যোগ নিয়েছি যে বাচ্চাদের হাতে কিছু বই তুলে দেওয়ার।
বাংলাদেশে পথশিশু আছে যারা পড়ালেখা করতে পারে না শুধুমাত্র আর্থিক সমস্যার কারণে। আমাদের দ্বারা হয়তো সম্পূর্ণ বাংলাদেশকে শিক্ষিত করা সম্ভব না। কিন্তু আমাদের মত সবাই যদি উদ্যোগ নেয় তাহলে আমরা হয়তো খুব সহজেই বাংলাদেশ থেকে শিক্ষার হার বৃদ্ধি করতে পারব।
বাংলাদেশের জন্য এটি একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। পড়ালেখার মান সকলের জন্য সমান হওয়া দরকার। আমাদের দেশে পথশিশুদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই শিক্ষার মান। কারণেই শিশুদের দ্বারাই সৃষ্টি হয় শিশুশ্রম। কিছু অসাধু ব্যবসায়ীদের দ্বারা এ ধরনের অপরাধ বাস্তবায়ন। তাই আমাদের সকলের প্রয়োজন এই বিষয়টিতে মনোযোগ দেওয়া এবং সকলের এগিয়ে আসা।
আমরা এখান থেকে শিখতে পেরেছি, অল্প একটু পরিশ্রমের মাধ্যমে আমরা মানুষের জীবন পরিবর্তনে সাহায্য করতে পারি করতে পারি। আমরা যখন বাচ্চাদের হাতে বইগুলো তুলে দিচ্ছিলাম তখন তাদের মুখের হাসি আমাদের জন্য সবচেয়ে বড় প্রাপ্তি ছিল। এরকম কাজ আমরা আরো এগিয়ে যাবো ইনশাআল্লাহ।
Number of participants
10
Service hours
60
Beneficiaries
10
Location
Bangladesh
Topics
Youth Programme
Inner peace and spirituality
Communications and Scouting Profile
Initiatives
Health and Wellbeing

Share via

Share