প্রথম স্কীল ডেভেলপমেন্ট ক্যাম্প
হিমাংহু কুমার দত্ত মেমোরিয়াল মুক্ত স্কাউট ক্যাম্প কর্তৃক আয়োজিত প্রথম স্কীল ডেভেলপমেন্ট ক্যাম্প।গ্রুপের সদস্যদের নিয়ে এই ক্যাম্প আয়োজন করা হয়। চার দিন তিন রাত স্কাউটসরা বিভিন্ন অজানা জায়গায় গিয়ে সেই জায়গা পরিষ্কার করে এবং বসবাস করার মতো জায়গা করে।