
প্রথম আঞ্চলিক সৃজনী স্কাউট ক্যাম্প-২০০৬
গত ২৭/০৩/২০০৬ ইং তারিখ হতে ৩১/০৩/২০০৬ ইং তারিখ পর্যন্ত, বাংলাদেশ স্কাউটস, খুলনা অঞ্চল এর প্রোগাম বিভাগের পরিচালনায় অনুষ্ঠিত হয়। প্রথম আঞ্চলিক সৃজনী স্কাউট ক্যাম্প স্থানঃ আঞ্চলিক স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র, পুলেরহাট, যশোর। উক্ত ক্যাম্পে আমাকে সহকারী সাজসজ্জা ইন চার্জ করার জন্য ক্যাম্প পরিচালনা কমিটি কে জানাই আন্তারিক শুছেচ্ছ।