পরিচ্ছন্নতার যুদ্ধ
পরিচ্ছন্ন বাংলাদেশ ডেটল,হারপিক বাংলাদেশ-এর পক্ষ থেকে নেয়া একটি সামাজিক উদ্যোগ। বাংলাদেশকে একটি পরিচ্ছন্ন ও স্বাস্থ্য সচেতন দেশ হিসেবে গড়ে তোলার দায়বদ্ধতা থেকে এই উদ্যোগ নেয়া হয়েছে।
পরিচ্ছন্ন বাংলাদেশ-এর মূল লক্ষ্য পরিচ্ছন্নতা এবং স্বাস্থ্যবিধির গুরুত্ব সম্পর্কে মানুষকে সচেতন করা এবং এর সঠিক চর্চায় উৎসাহিত করা। এই লক্ষ্য পূরণে এই কর্মসূচীর আওতায় আগামী চার বছরে ৫০ লক্ষ মানুষকে সরাসরি প্রশিক্ষণ প্রদানের পরিকল্পনা রয়েছে। এর বাইরে গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যম দ্বারা ৮ কোটি মানুষকে স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা বিষয়ে সচেতন করা হবে।
যেসব কার্যক্রমের মাধ্যমে এই পরিকল্পনা বাস্তবায়ন করা হবে-
• আচরণগত পরিবর্তনের উপর জোর দিয়ে পরিকল্পনা বাস্তবায়ন করা স্কুলগামী শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি শেখানো,
• শিশুর স্বাস্থ্যের সুরক্ষায় মায়েদের করণীয় নিয়ে প্রশিক্ষণ দেয়া,
• দেশজুড়ে পরিচ্ছন্নতা অভিযানে সরাসরি অংশ নেয়া
• সর্বস্তরের মানুষকে এ ধরনের উদ্যোগ নিতে উৎসাহিত করা
• ইলেক্ট্রনিক মিডিয়ায় সচেতনতামূলক বার্তা প্রচার
• সোশাল মিডিয়ায় মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও আদান প্রদানের মাধ্যমে তাদের নিজেদের চারপাশের পরিবেশের পরিচ্ছন্নতা বজায় রাখা ও অন্যদের সচেতন করায় উদ্যোগী করা