
পরিচ্ছন্নতা অভিযান
*পরিচ্ছন্ন হলো মুক্তাগাছা কেন্দ্রীয় শহীদ মিনার*
মুক্তাগাছার কেন্দ্রীয় শহীদ মিনারটি রক্ষণাবেক্ষণ এর অভাবে ঝোপঝাড়ে পূর্ণ হয়েছিলো।সেই সাথে অজানা লোকজন সেখানে জামা-কাপড় শুকানোসহ লাকড়ি শুকানোর কাজ করতো যা অত্যন্ত দৃষ্টিকটু। শহীদ মিনারের সামনে প্রতিনিয়ত দাঁড় করিয়ে রাখা হতো গাড়ি,যার ফলে ভালোভাবে দেখাই যেতোনা এখানে কি রয়েছে।
বিষয়টি নজরে নিয়ে শহীদ মিনারটি পরিচ্ছন্ন করার উদ্যোগ নেয় BD Clean - Muktagacha টিম। বিডি ক্লিনের টিমের সাথে একাত্মতা প্রকাশ করে পরিচ্ছন্নতা কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ ও স্বেচ্ছাসেবকদেরকে অনুপ্রাণিত করেন মুক্তাগাছা উপজেলার সু্যোগ্য Ac Land Muktagacha জনাব মাসুদ রানা মহোদয়।
সকাল ১১ টায় ঝোপঝাড়,শুকানো লাকড়ির জায়গা দুপুর ১২ টায় হয়ে উঠে পরিচ্ছন্ন শহীদ মিনার প্রাঙ্গণ।
ঝোপঝাড় কেটে পরিষ্কার করা,লাকড়ি সরানো,ফেলে রাখা ময়লা সরানো,শহীদ মিনারের বেদী পরিষ্কার সহ পরিচ্ছন্নতা কার্যক্রমে বিডি ক্লিন ভলান্টিয়াররা শহীদ মিনারের পবিত্রতা রক্ষায় আসেপাশের মানুষকে সচেতন করে তুলার চেষ্টা করে।
ধন্যবাদ এসি ল্যান্ড মুক্তাগাছা স্যারকে।
নিজে উপস্থিত থেকে পরিচ্ছন্নতা কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণসহ আজ বেশ কিছু কার্যকরী ব্যবস্থা গ্রহণ করেছেন...