পরিচ্ছন্ন বাংলাদেশ।
মহান ভাষা শহীদদের সম্মানে চির গৌরবে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে জাতীয় শহীদ মিনার। প্রতিদিন দেখতে আসা হাজারো মানুষের সমাগম ঘটে এই প্রাঙ্গণজুড়ে। আর ঘুরতে এসে নিজের অজান্তে আমরা অনেকেই বাদামের খোসা, পানির বোতল, খাবারের অংশ ইত্যাদি ময়লা এখানেই ফেলে যাচ্ছি। আসুন শুধু এক দিনের পরিচ্ছন্নতায় নয়, প্রতিদিনের শ্রদ্ধায় পরিচ্ছন্ন রাখি শহীদ মিনার।