পরিভ্রমণ
বাংলাদেশ স্কাউটস ফেনী জেলা রোভার থেকে ৩য় বারের মত"ফেনী পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউট গ্রুপ এর চারজন রোভার বাংলাদেশ রোভারের সর্বোচ্চ পদক "প্রেসিডেন্টস রোভার স্কাউট" (পিআরএস) অর্জনের লক্ষ্যে পরিভ্রমন ব্যাজ প্রাপ্তির উদ্দেেশ্য, আগামী ৬-১০ জানুয়ারি ২০২০ইং তারিখ ফেনী থেকে ঢাকা জিরো পয়েন্ট পর্যন্ত ১৫০ কিঃমিঃ পথ পায়ে হেঁটে অতিক্রম করবে। যথাক্রমে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম,কুমিল্লা সদর দক্ষিণ, দাউদকান্দি, নারায়ণগন্জ জেলার সোনারগাঁও হয়ে ঢাকা জিরো পয়েন্ট পর্যন্ত
ইনশাআল্লাহ যাত্রা শুরু করবো ৬ জানুয়ারি সকাল ৭:০০ ফেনী কেন্দ্রীয় শহিদ মিনার থেকে।