Profile picture for user Mahi_1
Bangladesh

প্রিভেইল পিস

শিশু অধিকার, শান্তি দিবসের গুরুত্ব, সুন্দরভাবে বেঁচে থাকার অধিকার বিশ্ব শান্তি দিবস সম্পর্কে শিখানো শুরুত্ব সম্পর্কে জানানো,জন্মসনদ সম্পর্কে জানানো ছিল এই প্রোজেক্ট এর মুল উদ্দেশ্য।
“Prevail Peace / প্রিভেইল পিস”।আন্তর্জাতিক শান্তি দিবসের বার্তা সর্বত্র ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে দিনের শুরুতে রোভার সদস্যদের একটি দল ঢাকার কমলাপুর রেলস্টেশন, টিটি পাড়া বস্তি এলাকা এবং কবি জসীম উদ্দিন রোডে প্রায় ৮০ জন পথশিশুকে শিশু অধিকার, শান্তি দিবসের গুরুত্ব, সুন্দরভাবে বেঁচে থাকার অধিকার, ছোট ছোট বিষয়াদি থেকে কিভাবে আনন্দ লুফে নেওয়া যায এবং জন্ম নিবন্ধনের গুরুত্ব সম্পর্কে আলোচনা করে এবং তাদের সকলের মাঝে খাবার পৌঁছে দিতে ঢাকা আহছানিয়া মিশনকে সহযোগিতা করে।এই কার্যক্রম দুপুর পর্যন্ত চলমান।
শিশু অধিকার, শান্তি দিবসের গুরুত্ব, সুন্দরভাবে বেঁচে থাকার অধিকার বিশ্ব শান্তি দিবস সম্পর্কে শিখানো শুরুত্ব সম্পর্কে জানানো,জন্মসনদ সম্পর্কে জানানো হয়।
শিশু অধিকার, শান্তি দিবসের গুরুত্ব, সুন্দরভাবে বেঁচে থাকার অধিকার বিশ্ব শান্তি দিবস সম্পর্কে শিখতে গুরুত্ব সম্পর্কে জানতে,জন্মসনদ সম্পর্কে জানতে পারে।
Number of participants
25
Service hours
150
Beneficiaries
80
Location
Bangladesh
Topics
Health lifestyles
Peacebuilding
Partnerships
Initiatives
Peace and Community Engagement

Share via

Share