প্রারম্ভিক পর্যায়: প্লাস্টিক টাইড টার্নাড চ্যালেঞ্জ ব্যাজ
প্রারম্ভিক পর্যায়: সমাজ উন্নয়ন
প্লাস্টিক টাইড টার্নার চ্যালেঞ্জ ব্যাজের প্রারম্ভিক পর্যায়ে সমাজ উন্নয়ন বিষয়ে কীর্তনখোলা মুক্ত রোভার স্কাউট গ্রুপ,বরিশাল নিজ ডেনে ২৬ই নভেম্বর ২০২০ইং তারিখে প্লাস্টিক ও পলিথিন দিয়ে কারুকাজ তৈরী এবং প্লাস্টিক ও পলিথিনের তৈরি কারুকাজ প্রদর্শনী করা হয়।
প্রদর্শনীতে উপস্থিত ছিলেন গ্রুপ সম্পাদক এসএম তাইজুল ইসলাম, সিনিয়র রোভার মেট, রোভার মেট ও রোভার সদস্যরা। সমাপনী বক্তব্যে গ্রুপ সম্পাদক এসএম তাইজুল ইসলাম(এল.টি) প্লাস্টিকের ব্যবহার বর্জন করতে বলে এবং প্লাস্টিক দিয়ে কিভাবে কারুকাজ তৈরি করে নিজ বাড়ির সৌন্দর্য বাড়ানো যায় এ ব্যাপারে রোভারদেরকে উৎসাহী করে তুলে ।