"প্লাস্টিক টাইড টার্নারস চ্যালেন্জ্ঞ ব্যাজ" (কার্যক্রম -চ্যাম্পিয়ন পর্যায়)
প্লাস্টিক টাইড টার্নার চ্যালেঞ্জ ব্যাজঃ-
চ্যাম্পিয়ন পর্যায়:-
"প্লাস্টিক বর্জন করি পরিবেশকে রক্ষা করি,একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক কে না বলি।"
সমাজ সেবাঃ-
★সঠিক স্থানে প্লাস্টিক বর্জ্য অপসারণের লক্ষ্যে বিভিন্ন সংস্থা দোকান ও ব্যক্তি পর্যায়ে উৎসাহ প্রদান ও বাস্তবায়ন করা হয়।
★দোকান ও ব্যক্তি পর্যায়ে প্লাস্টিকের পুনর্ব্যবহার এবং প্লাস্টিকের বিকল্প ব্যবস্থা করার বিষয় বাস্তবায়ন ও উৎসাহ প্রদান করা হয়।
সমাজ উন্নয়ন:-
★গ্রুপ কার্যক্রম:- নদীর পাড় এবং একই সাথে নতুন উদ্ভাবক স্থান থেকে স্থানীয় মুরুব্বী সাথে নিয়ে প্লাস্টিক অপসারণ কাজ সম্পন্ন করা হয়।
★গ্রুপ কার্যক্রম: দোকান ও ব্যক্তি পর্যায়ে প্লাস্টিক ব্যবহার কমানো এবং 50 শতাংশ হারে প্লাস্টিকের বিকল্প ব্যবহার সম্পর্কে বার্তা প্রদান নিশ্চিত করা হয়।
নাম: জান্নাতুল বাকিয়া
BS ID: AG8548
ইউনিটের নাম: সৈকত সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপ।
#BIGCRSG
#RoverRegion
#BangladeshScouts
#PTTCB
#PTTCBadgeBDScouts
#PTTCBadgeWorldScout