প্লাস্টিক টাইড টার্নার চ্যালেঞ্জ ব্যাজ ওরিয়েন্টেশন প্রোগ্রাম ১৬ সেপ্টেম্বর ২০২০ তারিখে জুম ক্লাউড মিটিং অ্যাপস এর মাধ্যমে অনুষ্ঠিত

প্লাস্টিক টাইড টার্নার চ্যালেঞ্জ ব্যাজ ওরিয়েন্টেশন প্রোগ্রাম ১৬ সেপ্টেম্বর ২০২০ তারিখে জুম ক্লাউড মিটিং অ্যাপস এর মাধ্যমে অনুষ্ঠিত

বাংলাদেশ স্কাউটস এর সমাজ উন্নয়ন বিভাগের ব্যবস্থাপনায় এবং বাংলাদেশ স্কাউটস, রাজশাহী ও দিনাজপুর অঞ্চল এর পরিচালনায় প্লাস্টিক টাইড টার্নার চ্যালেঞ্জ ব্যাজ ওরিয়েন্টেশন প্রোগ্রাম ১৬ সেপ্টেম্বর ২০২০ তারিখে জুম ক্লাউড মিটিং অ্যাপস এর মাধ্যমে অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে আঞ্চলিক উপ কমিশনার(সমাজ উন্নয়ন) মো: সাইফুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ স্কাউটস এর জাতীয় কমিশনার(সমাজ উন্নয়ন) ড. শাহ কামাল, স্কাউট ব্যক্তিত্ব হিসেবে নির্বাহী পরিচালক স্কাউটার আরশাদুল মুকাদ্দিস-এলটি, বিশেষ অতিথি হিসেবে জাতীয় উপ কমিশনার(সমাজ উন্নয়ন) জামাল উদ্দিন শিকদার উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য প্রদান করেন আঞ্চলিক কমিশনার(রাজশাহী) ড. শরমিন ফেরদৌস চৌধুরী। মতবিনিময় করেন ন্যাশনাল কো অডিনেটর ও পরিচালক(সমাজ উন্নয়ন ও স্বাস্থ্য) জনাব মোহাম্মদ গোলাম মোস্তফা। অফিসার অফ দ্যা ডে ও পরিচালনা করেন উপ পরিচালক স্কাউটার মো: হামজার রহমান শামীম-এএলটি ও মো: আব্দুর রশিদ-এএলটি। জাতীয় সদর দফতরের প্রতিনিধি হিসেবে আওলাদ মারুফ, এসএম হায়াত আহমেদ, মাইনুল হোসেন মুন্না, মো: নাজমুল হাছান দায়িত্ব পালন করেছেন। প্রশিক্ষক হিসেবে মো: সাইফুল ইসলাম, মো: কোহিনুর ইসলাম, মো: আব্দর রশীদ, মো: হামজার রহমান শামীম, খন্দকার শামশুদ্দিন আহমেদ, মো: আবু সাইদ উপস্থিত ছিলেন। অংশগ্রহনকারী হিসেবে রাজশাহী ও দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক, জেলা সম্পাদক, জেলা স্কাউট লিডার ও আইসিটি বিষয়ে দ
Number of participants
75
Service hours
525
Topics
Youth Programme
Youth Engagement
Personal safety
Legacy BWF
Global Support Assessment Tool
Communications and Scouting Profile
Growth
Partnerships

Share via

Share