প্লাস্টিক টাইড টারনার চ্যালেন্জ ব্যাজ নেতৃত্ব পর্যায়

৩০ ডিসেম্বর ২০২০ তারিখে বাংলাদেশ স্কাউটস কুষ্টিয়া জেলা রোভার এর ইউনিটসমূহ থেকে প্লাস্টিক টাইড টার্নার চ্যালেঞ্জ ব্যাজ এর কার্যক্রমে অংশগ্রহণকারী রোভারদের নেতৃত্ব পর্যায়ের কাজ সম্পন্ন করতে কুষ্টিয়া জেলার ব্যানার, প্ল্যাকার্ড ও পোস্টার দিয়ে প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব নিয়ে সচেতন করে ও স্থানীয়দের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে কাজ করে। এক্ষেত্রে তারা জেলা-প্রশাসক,জেলা ট্রাফিক ইনস্পেক্টর ও স্থানীয় জনপ্রতিনিধির সাথে আলোচনা করে এবং তারাও স্বতঃস্ফূর্তভাবে রোভারদের সাথে অংশগ্রহণ করেন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কুষ্টিয়া জেলা রোভারের সহ-সভাপতি জনাব মোঃ আজমল গণি আরজু, সম্পাদক এ কে এম সামসুল হক,কমিশনার মীর মোশাররফ হোসেন,কোষাধ্যক্ষ বদরুদ্দীন সেখ নিলু এবং কুষ্টিয়া জেলা রোভারের প্রধান উপদেষ্টা ও আর এস এল মোঃ তৌফিক আহাম্মেদ তাপস।
Number of participants
25
Service hours
125
Topics
Youth Programme
Youth Engagement
Personal safety
Partnerships

Share via

Share