প্লাস্টিক টাইড টার্নার চ্যালেঞ্জ ব্যাজ, চ্যাম্পিয়ন পর্যায়
Bangladesh

প্লাস্টিক টাইড টার্নার চ্যালেঞ্জ ব্যাজ, চ্যাম্পিয়ন পর্যায়

"প্লাস্টিক টাইড টার্নারস চ্যালেঞ্জ ব্যাজ" 

পর্যায়: চ্যাম্পিয়ন। 

ধাপ: সমাজসেবা ও সচেতনতা। 

*প্রতিষ্ঠান /সংস্থা /দোকান/ব্যক্তি পর্যায়ে প্লাস্টিক পুনঃব্যবহার ও প্লাস্টিক বিকল্প ব্যবহার করা বিষয়ে বাস্তবায়ন ও উৎসাহ প্রদান করা।
*প্লাস্টিক টাইড টার্নারস বিষয়ে সচেতনতা কার্যক্রম করার লক্ষ্য নিয়ে সহজে যোগাযোগ পদ্ধতি (পোস্টার/ভিউ কার্ড/প্ল্যাকার্ড /লিফলেট ইত্যাদি) ধর্মীয় স্থান/শিক্ষা প্রতিষ্ঠান /স্থানীয় বাজার/সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার ও প্রদর্শন করা। 

ধাপ:সমাজ উন্নয়ন 

১. গ্রুপ কার্যক্রম-: ড্রেন,পুকুর পাড় ও রেলওয়ে স্টেশনে গিয়ে জনপ্রতিনিধি ও স্থানীয় মুরুব্বিদের সাথে  প্লাস্টিকের অপসারণ সম্পূর্ণ করা।
২.গ্রুপ কার্যক্রম:(প্রতিষ্ঠান /দোকান /সংস্থা/ব্যক্তি পর্যায়ে গিয়ে প্লাস্টিকের পুনঃব্যবহার কমানো এবং ৫০% প্লাস্টিকের বিকল্প ব্যবহার সম্পূর্ণ নিশ্চিত করানো।) 

নাম: রাতুল হাসান
ইউনিট : সেঞ্চুরি রেলওয়ে ওপেন স্কাউট গ্রুপ।
BS ID:AN 1400
#PTTCBadgeBDScouts
#EarthTribe
#PTTCBadgeWorldScouts
#Railwayregion
#BDScout

Started Ended
Number of participants
7
Service hours
2310
Location
Bangladesh
Topics
Youth Programme

Share via

Share