প্লাস্টিক টাইড টার্নার চ্যালেঞ্জ ব্যাজ
প্রারম্ভিক পর্যায়ে কার্যক্রমঃ
#ধাপ ~
সমাজ সেবা ও সমাজ উন্নয়ন কার্যক্রমঃ- চট্টগ্রাম জেলা নৌ রোভারের রোভার স্কাউটরা ২০টি পরিবারকে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক ব্যবহারে নিরুৎসাহিত করেছে এবং পাশাপাশি প্লাস্টিকের পুনঃব্যবহারের ধারনা শেয়ার করেছে।
★"প্লাস্টিকের ব্যবহার কম করি, সুন্দর পৃথিবী গড়ি ও একবার ব্যবহারে যোগ্য প্লাস্টিক বর্জন করি।"★
অংশগ্রহণকারী,,,
কৌশিক মিত্র
•••সহকারী রোভার মেট
•••সেবা স্তর
•••বিএস আইডি(BS ID)ঃ AB3253
•••চট্টগ্রাম জেলা নৌ রোভার ইউনিট,
বাংলাদেশ স্কাউটস, চট্টগ্রাম জেলা নৌ