প্লাস্টিক টাইড টার্নার চ্যালেন্জ ব্যাজ
"প্লাস্টিক টাইড টার্নার চ্যালেন্জ ব্যাজ"
★"চ্যাম্পিয়ান পর্যায়"★
ধাপঃ সমাজসেবা ও সচেতনতা (ইউনিটের সাথে)
১। দিনাজপুর পলিটেকনিক মোরের স্হানীয় বাজারে ও দোকানে প্লাস্টিকের ব্যবহার কমানো ও প্লাস্টিকের বিকল্প ব্যবহারে উৎসাহ প্রদান ও সচেতনতা প্রদান করি।
২। দিনাজপুর পলিটেকনিক রোভার স্কাউট গ্রুপের সাথে কার্যক্রম -৪(নদী /সমুদ্র /ড্রেন এর বর্জ্য অপসারন) সম্পূর্ণ করি।
৩। দিনাজপুর পলিটেকনিক রোভার স্কাউট গ্রুপের সাথে কার্যক্রম -৫(নতুন উদ্ভাবক স্থান থেকে প্লাস্টিক অপসারণ) সম্পূর্ণ করি।
৪। দি প ই রোভার স্কাউট গ্রুপের সাথে কার্যক্রম -৬ (সংস্থা /দোকানের প্লাস্টিক ব্যবহার কমানো এবং ৫০% বিকল্প ব্যবহার) সম্পূর্ণ করার কথা বলি।
দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউট গ্রুপের এক দল রোভার ও গার্ল-ইন রোভার স্কাউটদের নিয়ে প্লাস্টিক টাইট টার্নার চ্যালেঞ্জ ব্যাজের চূড়ান্ত পর্যায়ের কার্যক্রম শেষ করি।
নামঃ মোঃ মোজাহিদুল ইসলাম জীবন
BS I'd :AT3105
ইউনিটঃদিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউট গ্রুপ।