Profile picture for user aruptripura108@gmail.com_1
Bangladesh

প্লাস্টিক পণ্য কম ব্যবহার করি, প্লাস্টিক মুক্ত সমাজ গড়ি।

প্লাস্টিক আমাদের যদিও বিভিন্ন কাজে সাহায্যের হাত বাড়িয়ে দিলেও আমাদের মাটি,পানি,বায়ু দূষণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।আমি মনে করি প্লাস্টিক ও পলিথিনের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা পেতে হলে এখনই সচেতনতা বাড়াতে হবে।"প্লাস্টিক পুনঃব্যবহার করি,না পারলে বর্জন করি।"- এই প্রতিপাদ্যকে সামনে রেখে আমি এবং আমার ইউনিট পদ্মা নদীর পাড়ে প্লাস্টিকের ব্যবহার কমাতে সমাজ সেবামূলক কাজ করি।তাই আমি চাই নিষিদ্ধ মাত্রাই পলিথিন ব্যাগ উৎপাদন, পরিবহণ ও বিপণনের উপর জোরদার করা হোক।আমাদের দেশে নিজস্ব সোনালি আশঁ পাটের উৎপাদন ও ব্যবহার বাড়িয়ে প্লাস্টিক দূষণে মোকাবেলা করতে হবে।এ ব্যাপারে জনসচেতনতার কোনো বিকল্প নাই। প্লাস্টিক টাইড টার্নারস চ্যালেঞ্জ ব্যাজ পর্যায়: চ্যাম্পিয়ন ধাপ:সমাজ সেবা ও সচেতনতা ১.গ্রুপ কার্যক্রম-৪:(সমুদ্র পাড়/নদীর পাড়/পুকুর পাড়ে গিয়ে প্লাস্টিক অপসারণ সম্পূর্ণ করা।) ২.গ্রুপ কার্যক্রম-৫:(নতুন উদ্ভাবক স্থান থেকে প্লাস্টিকের অপসারণ সম্পূর্ণ নিশ্চিত করা।) ৩.গ্রুপ কার্যক্রম-৬:(প্রতিষ্ঠান/দোকান /ব্যক্তি পর্যায়ে গিয়ে প্লাস্টিকের পুনঃব্যবহার কমানো এবং ৫০% প্লাস্টিকের ব্যবহারে সম্পূর্ণ নিশ্চিত করা।) নাম:অরূপ বৈষ্ণব। ইউনিট:রাজশাহী বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ। BS ID:AJ7510 #PTTCBadgeBDScouts #Earth Tribe
Number of participants
5
Service hours
25
Topics
Youth Programme
Personal safety
Legacy BWF
Good Governance

Share via

Share