প্লাস্টিক দূষণ মুক্ত জীবন গড়ি পরিবেশের রক্ষা করি।
৬ফেব্রুয়ারী ২০২১তারিখ সকাল ১০টায় রাজশাহী কলেজে প্লাস্টিক টাইড টার্নারস চ্যালেঞ্জ ব্যাজ এর চ্যাম্পিয়ন বুক লেখার বিষয়ে একটি সেমিনার ও সচেতনতা রেলীর আয়োজন করা হয়। উক্ত সেমিনারে রোভার ও আরএসএল স্যার দের অংশগ্রহণ এর মাধ্যমে চাঞ্চল্যকর পরিবেশ হয়।৩৫ জন রোভার ও গার্ল ইন রোভার উপস্থিত ছিলেন।